أنا طفل من أبناء الروهينجا
Md Solaiman Daria
أنا طفل من الروهينغا لا حول لهم ولا قوة
إلى الشعوب
المتحضرة في العالم الحديث
ليس لدي بلد
أعرضه ،
لا يوجد مكان
ولادة ولا مكان للولادة.
ليس لدي أم ،
ولا أب ، ولا أخ ،
لا أخت ولا منزل
هرب من مكان
ولادته
أعيش في مخيم
سوارارثي!
تأكل عندما تشعر
بالارتياح من اللطف البشري ،
إذا لم تحصل
عليه ، فلا تأكله.
في الليل على
جانب الطريق بالقرب من الصرف الصحي
أنام
ورأسي
على الطوب!
جنود ميانمار
القمعيون الزنا
قتل والدي
بالرصاص ،
أخي البالغ من
العمر خمس سنوات تحت الحذاء
سحقت حتى الموت
،
أختي البالغة من
العمر عامين تحترق
ألقى وأحرق حتى
الموت!
تعرضت والدتي
للاغتصاب الجماعي أمامي
جلد حتى الموت!
لقد أصبت ،
وأصبت
دم طازج يسيل من
البصق
بطريقة ما هربت
بحسرة
سبعة أيام وسبع
ليال على الأقدام
عبور الممرات
الجبلية التي يصعب الوصول إليها والسباحة في النهر
جئت إلى المخيم
في بنغلاديش.
لا اريد حياة
صعبة
الصين من أجل
البقاء!
هذا الساحر يترك
مايا في العالم
أريد أن أذهب
إلى عالم سحري آخر!
قادة العالم
الإنساني ، كما ترى
كيف أعيش!
هل توجد بيئة
معيشية؟
لن تفهم ما لم
تراه بأم عينيك.
لقد جعلت قادة
العالم أمهات وأطفالًا
قانون حماية
الحقوق ،
أنت تكسرها مرة
أخرى ،
هناك العديد من
رجال الدولة الأقوياء في العالم
هل ليس لديهم
قوة؟
يمكن أن ينفذ
حقوقنا!
نحن أطفال من
الروهينجا
نريد حقوقنا
لقد فعلتها في
جميع أنحاء العالم
التعهد بحماية
الأم والطفل
أرجعها
حقوقنا
المفقودة.
....... 0 ....... 31.8.2018
I am a Rohingya child
Md. Md Solaiman Daria
I am a helpless Rohingya child
To the civilized people of the modern
world
I have no country to introduce,
There is no birthplace or place of birth.
I have no mother, no father, no brother,
No sister, no house,
Fled from his place of birth
I live in Swarnarthi camp!
Eat when you are relieved by human
kindness,
If you don't get it, don't eat it.
At night, by the side of the road, near
the drain
I sleep with my head on the brick!
Myanmar's oppressive, adulterous soldiers
My father was shot dead,
My five-year-old brother is under the boot
Crushed to death,
My two-year-old sister is on fire
Thrown and burned to death!
My mother was gang-raped in front of me
Whipped to death!
I was shot, I was shot
Fresh blood dripped from the spit
Somehow I escaped with a sigh
Seven days, seven nights walking
Crossing inaccessible mountain paths,
swimming in the river
I came to the shelter camp in Bangladesh.
I don't want a hard life,
China to survive!
This magician leaves the Maya of the world
I want to go to another magical world!
Humanitarian world leaders, you see
How I live!
Is there any living environment?
You will not understand unless you see it
with your own eyes.
You have made world leaders mothers and
children
Rights Protection Act,
You're breaking it again,
There are many powerful statesmen in the
world
Do they have no power?
Can implement our rights!
We are Rohingya children
We want our rights
You have done it all over the world
Pledge to protect mother and child
Give it back
Our lost rights.
....... 0 ....... 31.8.2018
আমি রোহিঙ্গা
শিশু বলছি
মোঃ সোলায়মান দাড়িয়া
আমি এক অসহায় রোহিঙ্গা শিশু
আধুনিক বিশ্বের সভ্য মানুষের কাছে
পরিচয় দেবার মতো আমার কোন দেশ নেই,
নেই কোন জন্মভূমি বা জন্মস্থান।
আমার মা নেই, বাবা নেই,ভাই নেই,
বোন নেই, নেই কোন ঘর,
নিজের জন্ম স্থান থেকে পালিয়ে এসে
থাকি আমি স্বরনার্থী ক্যাম্পে!
মানুষের দয়ায় ত্রাণ পেলে খাই,
না পেলে, না খেয়ে দিন
কাঁটাই,
রাত হলে পথের পাশে, ড্রেনের কাছে
ইটে মাথা রেখে ঘুমাই!
মিয়ানমারের অত্যাচারী,ব্যভিচারী সেনারা
আমার বাবাকে গুলি করে হত্যা করেছে,
আমার পাঁচ বছরের ভাইকে বুঁটের নীচে
চাঁপা দিয়ে পিঁষিয়ে হত্যা করেছে,
আমার দুই বছরের বোনকে আগুনের মধ্যে
ছুঁড়ে ফেলে পুড়িয়ে হত্যা করা হয়েছে!
আমার মাকে আমার সামনেই গণধর্ষণ করে
চাবুক দিয়ে পিটিয়ে হত্যা করেছে!
আমাকে করেছে গুলি, গুলির আঘাতে
ফিনকি দিয়ে ঝরেছে লাল টক টকে তাজা
রক্ত
হাঁমাগুঁড়ি দিয়ে কোন রকম বেঁচেছি পালিয়ে
সাত দিন, সাত রাত পায়
হেঁটে
দুর্গম পাহাড়ী পথ পাড়ি দিয়ে, নদী সাঁতরে
এসেছি বাংলাদেশের আশ্রয় শিবিরে।
এত কষ্টের জীবন চাইনা আমি,
চাইনা বেঁচে থাকতে!
এই মায়াবী পৃথিবীর মায়া ত্যাগ করে
চলে যেতে চাই অন্য কোন মায়াবী জগতে!
মানবতাবাদী বিশ্ব নেতারা,তোমরা দেখে
যাও
কী ভাবে থাকি আমি!
আছে কী থাকার কোন পরিবেশ
?
তোমরা তো বুঝবেনা দু-ছোখে তা না দেখলে।
তোমরাইতো বিশ্ব নেতারা বানিয়েছ মা
ও শিশু
অধিকার রক্ষা আইন,
তোমরাই আবার করছো তা ভঙ্গ,
বিশ্বে আছে তো অনেক শক্তিধর রাষ্ট্রনায়ক
তাদের কী নেই কোন ক্ষমতা?
করতে পারে আমাদের অধিকার বাস্তবায়ন!
আমরা রোহিঙ্গা শিশু
আমরা চাই আমাদের অধিকার
বিশ্ববাসী তোমরাইতো করেছ
মা ও শিশু রক্ষার অঙ্গীকার
ফিরিয়ে দাও
আমাদের হারানো অধিকার।
.......০....... ৩১.৮.২০১৮