আঁখি ভিজে শিশির জলে
মোঃ সোলায়মান দাড়িয়া
এই দেশের প্রকৃতির শিশির জলে
ভিজেছে আমার এই দুটি আঁখি
ভিজেছে মায়ের সবুজ আঁচলের শাড়ী
তাকে আমি ছেড়ে, বল, কোথায় থাকি?
শিমুল গাছের ডালে আজো ঝাঁকে ঝাঁকে
শালিক বসে, টুপ টুপ ভেজা বৃষ্টির জলে,
চড়ুই পাখি উড়ে যায় দূরে অরও দূরে,
বাবই পাখি বাসা বাঁধে উঁচু তাল গাছে।
এখানে আজো আকাশে ডানা মেলে সোনালী চিল
পদ্ম, শাপলা, কলমী লতা ফুল ফুটে ভরে থাকে বিল
দু’আঁখি মেলে দেখি ঘরের কোনে ফুটেছে
শিউলী ফুল
বৃষ্টির জলে ভরে গেছে খাল-বিল, নদীর দু’কূল।
কৃষ্ণচূড়ার ডাল আজো রঙ্গিন হয় চৈত্র মাস এলে
কদম্ব ফুল ভিজে আজো আষাঢ় মাসের বৃষ্টি জলে
তাল পাখা দিয়ে, বৈশাখ জ্যৈষ্ঠ মাস এলে মা-চাচিরা
আজো বাতাস করে, স্বামীর পাতে গরম ভাত দিয়ে।
এমন দেশে ছেড়ে আমি কোথায় যেতে পারি বলো?
আমি মহাকাশযানে চড়ে হাজার বার ঘুরতে পারি পৃথিবীকে,
পারি চন্দ্র-সূর্য, গ্রহ-তারা ছাড়ি যেতে অন্য কোন গ্রহলোকে
তবুও আমি ছাড়তে পারবোনা আমার প্রিয় বাংলাদেশকে।
আমি ঘুরতে পারবো হাজার বছর ধরে
এই পৃথিবী ছেড়ে অন্য কোন অজ বীথিতে
তবুও ফিরে আসতে হবে আবার আমাকে
এই বাংলার মাটিতে, বাংলা মায়ের কোলে।
...০...৩১.১২.১৮