جاري تحميل ... فنون

إعلان الرئيسية

جديد فنون

عاجل

إعلان في أعلي التدوينة

جديد موقع علَّم نفسك

جديد علَّم نفسك
أدبشعرMd Solaiman Daria

আঁখি ভিজে শিশির জলে

  

আঁখি ভিজে শিশির জলে

মোঃ সোলায়মান দাড়িয়া





এই দেশের প্রকৃতির শিশির জলে

ভিজেছে আমার এই দুটি আঁখি

ভিজেছে মায়ের সবুজ আঁচলের শাড়ী

তাকে আমি ছেড়েবলকোথায় থাকি?

শিমুল গাছের ডালে আজো ঝাঁকে ঝাঁকে

শালিক বসেটুপ টুপ ভেজা বৃষ্টির জলে,

চড়ুই পাখি উড়ে যায় দূরে অরও দূরে,

বাবই পাখি বাসা বাঁধে উঁচু তাল গাছে।

এখানে আজো আকাশে ডানা মেলে সোনালী চিল

পদ্মশাপলাকলমী লতা ফুল ফুটে ভরে থাকে বিল

দু’আঁখি মেলে দেখি ঘরের কোনে ফুটেছে  শিউলী ফুল

বৃষ্টির জলে ভরে গেছে খাল-বিলনদীর দু’কূল।

কৃষ্ণচূড়ার ডাল আজো রঙ্গিন হয় চৈত্র মাস এলে

কদম্ব ফুল ভিজে আজো আষাঢ় মাসের বৃষ্টি জলে

তাল পাখা দিয়েবৈশাখ জ্যৈষ্ঠ মাস এলে মা-চাচিরা

আজো বাতাস করেস্বামীর পাতে গরম ভাত দিয়ে।

এমন দেশে ছেড়ে আমি কোথায় যেতে পারি বলো?

আমি মহাকাশযানে চড়ে হাজার বার ঘুরতে পারি পৃথিবীকে,

পারি চন্দ্র-সূর্যগ্রহ-তারা ছাড়ি যেতে অন্য কোন গ্রহলোকে

তবুও আমি ছাড়তে পারবোনা আমার প্রিয় বাংলাদেশকে।

আমি ঘুরতে পারবো হাজার বছর ধরে

এই পৃথিবী ছেড়ে অন্য কোন অজ বীথিতে

তবুও ফিরে আসতে হবে আবার আমাকে

এই বাংলার মাটিতেবাংলা মায়ের কোলে।

...০...৩১.১২.১৮

 


***********************


***********************

إعلان في أسفل التدوينة

اتصل بنا

نموذج الاتصال

الاسم

بريد إلكتروني *

رسالة *