Tareq Al Islam
"এসো ওঁদের সম্মান করি"
বীরাঙ্গনার বীরত্ব গাঁথা মহাকাব্যের অবতারণা করতে
আসি নি,
আমি বারাঙ্গনার লোমহর্ষক কাহিনীরও কাব্য চর্চা
করতে বসি নি,
কথিত ক্ষমতাবান উঁচু তলার মানুষের প্রসংশা গীতও
গাইতে আসি নি,
আমি লাম্পট্যের দুরদর্শিতার কথা বলতে কলম ধরেছি,
আমি অবলা নারী ও শিশু কন্যার অপমানের কথা বলতে
এসেছি,
আমি ধর্ষিতার ব্যথাতুর বুকের বাস্তব উপাখ্যান নিয়ে
মানবতার চিরন্তর বিচারশালায় হাজির হয়েছি;
প্রতিদিনই ধর্ষণের খবর
অবিত্র করিছে সহজ সরল পারিবারিক জীবন,
আদিম পাশবিকতার পূণরাবৃত্তি
উত্তরাধুনিক বাংলায় অসহনীয়,
সুবিচার প্রার্থী ধর্ষিতাকে ধর্ষণের শিকার হতে
হচ্ছে বারবার,
থানাতে গিয়ে পুলিশের কাছে,
মেডিকেল রিপোর্টের জন্য ডাক্তারের কাছে,
নালিশি আদালতে এজলাস ভরা জনসম্মুখে উকিলের কাছে,
ঘরে ফিরে পাড়া প্রতিবেশী সমাজের কাছে,
এভাবেই একটার পর একটা ধর্ষণের শিকার হতে হচ্ছে
ধর্ষিতাকে,
যতদিন আয়ুষ্কাল থাকে অপবাদের গ্লানি নিয়ে পথ চলতে
হবে আমার ধর্ষিতা মা, বোন, কন্যাকে,
ধর্ষকেরা নিরাপদ নিষ্কন্টক সব সময়ই ধরা ছোয়ার বাইরে,
পত্রিকায় ছাপা হচ্ছে ধর্ষিতার ছবি ধর্ষকের নয়,
নেপথ্যে রয়েছে অনৈতিক ক্ষমতার দাপট,
ক্ষমতার স্বার্থে নীতি শূণ্য ধর্ষক
বিচারের আওতামুক্ত,
নির্বাক সময়
সামাজিক, রাজনৈতিক ও
জাতীয় নৈতিক অবক্ষয়ের এ এক প্রকৃষ্ট উদাহরণ,
আমার হৃদয়ে রক্ত ক্ষরণ,
আজ আমি সকল ধর্ষিতাদের সম্মাননা খেতাব দেবো,
নিরাপরাধ ধর্ষিতা আমার মা বোন শিশু কন্যা কে
আজ আমি সম্মানিত করবো,
ওঁদের পরিচয় আজ থেকে দ্রৌপদী
আজ আমি ওঁদের দ্রৌপদী আখ্যা দিলাম,
বারবার ধর্ষণের স্বীকার হলেও ওঁরা সতী,
আজ থেকে ওঁরা সম্মানিতা যে কোন নারী,
দুঃখ ভুলে এই দ্রৌপদীরাও একদিন হয়ে উঠবে সাহসী,
নৈতিক অধঃপতনের বিরুদ্ধে ওঁরা হয়ে উঠবে স্বোচ্চার
একদিন,
দেশ ও জাতীর সংকট কালে ওঁরাই হয়ে উঠবে সম্মুখ যোদ্ধা,
যোগ্য সম্মান পেলে ওঁরা জাতীয় জীবনে রাখবে অসামান্য
অবদান,
ওঁরা ঘৃণীতা নয়
ওঁরা সম্মানিতা
ওঁদের ব্যথায় ব্যথিত আমি
ওঁরা বাংলার দ্রৌপদী
এসো ওঁদের যথাযোগ্য মর্যদায় সম্মান করি...!!
#তারেক আল ইসলাম
বাংলাদেশ
১৮ নভেম্বর, ২০২২