اقرأ ايضاً

جاري تحميل ... فنون

إعلان الرئيسية

جديد فنون

مع البحر .🏖️

فنونأغسطس 18, 2023

مقهى الرصيف....🦜🤗.

فنونأغسطس 18, 2023

عاجل

إعلان في أعلي التدوينة

جديد موقع علَّم نفسك

جديد علَّم نفسك ما

 

Tareq Al Islam

"শেষ বলে কিছু নেই"

Tareq%20Al%20Islam

সময়টা সব সময় ভালো থাকে না,

ভালো করে নিতে হয়,

নষ্ট সময়ের বৈরী বাতাস থামাতে বিপরীতে তুলতে হয় ভয়ানক ঝড়,

গতির বিরুদ্ধে গতি,

সময়ের বিরুদ্ধে সময়;

আধিকার চাই?

কার কাছে?

যে অধিকার ছিনিয়ে নিয়েছে

তার কাছে?

সে কি অধিকার দেয়?

তাহলে কোণঠাসা করবে কে?

একতরফা শাসন শোষণ করবে কে?

নিপীড়ন নির্যাতন করবে ক?

অধিকার হননকারীরা আঘাতের পর আঘাত করবেই,

যারা অধিকার হারা

চিরদিনই তারা পদদলিল হবে, নিষ্ঠুরতার শিকার হবে নির্মমভাবে,

মারও খাবে

মারের দামও দেবে,

কাঁদবে বৃথাই,

মান সম্মান সহায় সম্বল সব হারাবে,

অধিকার হননকারীরা ভীতি প্রদর্শনে দমিয়ে রাখবে তোমাদের,

কেড়ে নিবে তোমাদের বাক স্বাধীনতা,

হারাবে তোমাদের কথা বলার সকল ভাষা,

অমানবিক চাবুকের সবল আঘাতে হারাবে সকল মানবিক অধিকার,

শুধু বেঁচে থাকটাই মনে হবে সবচেয়ে বড় প্রাপ্তি,

অধিকার কেউ দেয় না সহজে,

আদায় করে নিতে হয়,

আঘাতের বিরুদ্ধে প্রতিঘাত

একমাত্র উপায়,

অধিকারের প্রশ্নে হতে হবে অধিকার সচেতন, প্রচন্ড সাহসী,

অন্যায়ের প্রতিবাদে নীতি কথা মোটেও শোভনীয় নয়,

ভয়ংকর রূপ ধারণ করা আবশ্যক,

ভেবছো শেষ হয়ে যাবে?

না, শেষ বলে কিছু নেই,

মনে রেখো,

ফলবান গাছ ফল দিয়ে মরে গেলে দুঃখ নেই,

ঝরা বীজেও জন্ম নিতে পারে নতুন গাছ,

হতাশার কিছু নেই,

আশায় বাঁধো বুক দৃপ্ত অঙ্গিরারে,

মিথ্যার ধুম্রজাল ছিড়ে ফেলো,

সত্যের ইন্দ্রজালে বেঁধে নাও সাহসী বুক,

হয়ত হারাবে কিছু

ক্ষতি কী,

অধিকার তো প্রতিষ্ঠিত হবে?

আবারও মনে রেখো,

শেষ বলে কিছু নেই,

নাটক যেখানে শেষ

জীবন সেখানে শুরু.....

#তারেক আল ইসলাম

বাংলাদেশ

২০ নভেম্বর, ২০২২


***********************


***********************

الوسوم:

أكتب تعليق

إعلان في أسفل التدوينة

اتصل بنا

نموذج الاتصال

الاسم

بريد إلكتروني *

رسالة *