Md Solaiman Daria
العنوان - Find
Me
اسم الشاعر - سليمان داريا
بتاريخ 4/9/21
عندما لن أكون في هذا
العالم
ثم تجدني
هذا فرع كريشناكورا
يرتدي ملابس ملونة
وإلا ستجده تحت شجرة
البراعم.
تجدني - في حقول الأرز
الخضراء
كاريل يحمل منجل ، ومنجل
، بأسمائه في يده
وإلا ستحصل عليه تحت
ستار ساق الأرز
أو العودة إلى القاعة
مرة أخرى مع البط البري.
تجدني - في أغصان شجرة
الجارول
أو تصبح نحلة سوداء في
النخلة وتأكل العسل
وإلا سترى غزالًا أبيض
يطير
شجرة شيمول في الجبال
البعيدة حيث تتفتح الأزهار.
تجدني - في ليلة ممطرة
سأسمي دهوك تحت المطر
طوال الليل مبللة
وإلا ستجدني في أغصان
شجرة الكدم تلك
سأبقى هناك وأزهر مثل
زهرة.
تجدني - تحت شجرة
الروبوت
حيث يقام معرض البيشخي
في شهر بيشاخ
سأكون في فريق السيرك
بصفتي جوكر
أو مع طفل صغير ، وفي
يده مزمار.
تجدني - أنت تكبر تسريب
يصبح المهاد جندبًا
بالخنجر
وإلا ستجدني في Sajane Data أو Pumpkin
Flower
أو بدورة الرحلة ، تحت
ستار شرب ضمير الرحلة.
تجدني في مياه بادما
وميجنا وجامونا
القارب أو السجين ،
سوف أصطاد قاربًا أو
سمكة هيلسا في مياه بادما
سوف أطير مثل طائرة
ورقية محارة أو صقر.
اعثر علي في مهرجاني Agrahayan و Poushe
Nabanna
سأحصد بالمنجل في الصباح
والمساء مع المزارع
وإلا ستجدني في Amrakanne من Falgun ، Amr Mukule
وإلا فإن أزهار العليق
والجمرول والليتشي والجاك فروت والقرع تصبح نحلًا.
..... 00 .... 04.01.19
শিরোনাম - আমাকে খুঁজে নিও
কবির নাম -মোঃ সোলায়মান দাড়িয়া
তারিখ 4/9/21
যখন আমি থাকবোনা
এই ভূবনে
তখন খুঁজে
নিও তোমরা আমাকে
এই কৃষ্ণচূড়ার
ডালে রঙিন বেশে
নয়তো খুঁজে
পাবে বকুল গাছ তলে।
আমাকে খুঁজে
নিও তোমরা - সবুজ ধানক্ষেতে
কৃষকের সাথে
ক্যারাইল, কাস্তে, কোদাল হাতে
নয়তো পাবে
তোমরা ধান শালিকের বেশে
বা বুনো হাঁসের
সাথে আবার আসর ফিরে।
আমাকে খুঁজে
নিও তোমরা - জারুল গাছের ডালে
বা হিজল গাছে
কালো ভোমরা হয়ে মধু খাবার বেশে
নয়তো দেখতে
পাবে সাদা সাদা বকের সাধে উড়ে যেতে
ঐ দূর পাহাড়ে
শিমুল গাছে যেখানে ফুল ফুটেছে।
আমাকে খুঁজে
নিও তোমরা - বর্ষণ মুখর অন্ধকার রাতে
ডাহুকের বেশে
ডাকবো আমি বৃষ্টিতে ভিজে সারা রাত ধরে
নয়তো পাবে
আমাকে ঐ কদম গাছের কঁচি ডালে
সেখানে থাকবো
আমি ফুল হয়ে ফুটে।
আমাকে খুঁজে
নিও তোমরা - বট গাছের তলে
যেখানে জমবে
বৈশাখী মেলা, বৈশাখ মাসে
সার্কাস দলে
থাকবো আমি জোকার হয়ে
নয়তো ছোট
শিশুর সাথে, বাঁশের বাঁশি হাতে।
আমাকে খুঁজে
নিও তোমরা - লিক লিক করে বেড়ে ওঠা
মালঞ্চ ডগার
সাথে ঘাস ফড়িং হয়ে
নয়তো পাবে
আমাকে সজনে ডাটা বা কুমড়ো ফুলের ভেতরে
অথবা যাত্রা
পালার সাথে, যাত্রf পালার বিবেকের পানের বেশে।
আমাকে খুঁজে
নিও তোমরা পদ্মা, মেঘনা, যমুনা জলে
নৌকার মাঝি
নয়তো জেলের বেশে,
বাইবো নৌকা
নয়তো ধরবো ইলিশ মাছ পদ্মার জলে
উড়বো আমি
শঙ্খ চিল বা বাজ পাখি হয়ে।
আমাকে খুঁজে
নিও তোমরা অগ্রহায়ণ ও পৌষে নবান্ন উৎসবে
কাস্তে হাতে
ফসল কাটবো আমি কৃষকের সাথে সকাল সন্ধ্যাতে
নয়তো পাবে
আমাকে ফাল্গুনের আম্রকাননে, আম্র মুকুলে
নতুবা জাম, জামরুল, লিচু, কাঁঠাল আর
লাউয়ের ফুলে মৌমাছি হয়ে।
.....০০....০৪.০১.১৯
Title - Find Me
Poet's
name - Md. Solaiman Dariya
Dated
4/9/21
When
I will not be in this world
Then
find me
This
Krishnacura branch is in colorful attire
Otherwise
you will find it under the bud tree.
Find
me - in the green paddy fields
Carrel
with sickle, sickle, spade in hand
Otherwise
you will get it in the guise of a paddy stalk
Or
return to the hall again with wild ducks.
You
find me - in the branches of the jarul tree
Or
become a black bumblebee in the palm tree and eat honey
Otherwise
you will see a white deer flying
That
Shimul tree in the distant mountains where flowers are blooming.
You
find me - on a rainy night
I
will call Dahuk in the rain all night soaking wet
Otherwise
you will find me in the twigs of that Kadam tree
I
will stay there and blossom like a flower.
You
find me - under the bot tree
Where
the Baishakhi fair is held, in the month of Baishakh
I
will be in the circus team as a joker
Or
with a small child, with a flute in hand.
Find
me - you grow up leaking
The
mulch becomes grasshopper with dagger
Otherwise
you will find me in Sajane Data or Pumpkin Flower
Or
with the turn of the journey, in the guise of drinking the conscience of the
journey.
Find
me in the waters of Padma, Meghna, Jamuna
Boatman
or prisoner,
I
will catch a boat or a hilsa fish in the water of Padma
I
will fly like a conch kite or a hawk.
Find
me in Agrahayan and Poushe Nabanna festivals
I
will harvest with a sickle in the morning and evening with the farmer
Otherwise
you will find me in Falgun's Amrakanne, Amr Mukule
Otherwise,
the flowers of blackberry, jamrul, litchi, jackfruit and gourd become bees.
..... 00 .... 04.01.19