Tareq Al Islam
"কেনো এতোটা নোংরামী?"
কেনো ভালোবাসার জন্য এতোটা ব্যকুলতা আকুলতা?
কেনো আশা নিরাশার দোলায় দুলে অনিশ্চিত পথ চলা?
কেনো কিছু চাওয়া পাওয়া অথবা পেয়ে হারানোর বেদনায় মুষড়ে পড়া?
কেনো ওরা বুঝতে চায় না,
মনুষ্য জীবন নিতান্তই কিছু ঘটনা দুর্ঘটনার সমীকরণে
বাঁধা?
জৈবিক তাড়ানায় প্রেম আহ্বান ঠিক যেন সময়ের আবেদনে
সাড়া দেওয়া কিছু আবেগময়তা,
লালসার লিপ্সাযুক্ত একপ্রকার নোংরামী ছাড়া আর কিছুই
হতে পারে না,
স্বজ্ঞানে অথবা অজ্ঞানে মানুষের এটা ঘটে থাকে,
দোষ কিছুটা বয়সেরও বটে,
জীবনবোধে উদ্বুদ্ধহীন কিছু প্রেমিকেরা বলে,
ভালোবাসা হারায়,
আমিও বলি,
যেখানে বিশ্বাস নেই,
সেখানে প্রেমও নেই,
প্রেমহীন ভালোবাসা তো হারাতেই পারে,
অন্ধকারে আসা প্রেম
অন্ধকারেই মিশে যাবে,
শুধু রয়ে যাবে অতৃপ্ত বাসনার কিছু আফোঁটা কুসুম
কলি,
না বলা কিছু অব্যক্ত স্বপ্নরাশি
কুঁড়ে কুঁড়ে খাবে ব্যথিতের মন দিবস ও রাতি,
পাওয়া না পাওয়ার চেয়ে
পেয়ে হারানোর বেদনাই বেশি পলে পলে উপলব্ধি করবে
প্রেমিক,
জীবন যুদ্ধে পরাজিত সৈনিক
প্রেমহীন ভালোবাসার পিছু ছুটে ক্লান্ত,
ব্যর্থ প্রেমিক এখন আলো ছেড়ে অন্ধকারে নিয়েছে ঠাঁই,
সে এখন উদাসী কবি
অবুঝ প্রেমের নাবুঝ কাব্য লিখে ভরিছে ডায়েরি,
অসংখ্য প্রেমিক প্রেম নিয়েই করিছে লেখা লেখি,
শিক্ষাহীন দিক নির্দেশনাহীন
ব্যর্থ প্রেমের কাব্য লিখে লাভ কি?
শুধু সস্তা কথার চটকদারী
অযথাই লেখা লেখি,
দেখে, শুনে, পড়ে,
মাথাও নষ্ট মনেও কষ্ট,
যেখানে নারী ও পুরুষের বসবাস একসাথে,
সেখানে কেনো এতোটা নোংরামী কাব্যকলায়, সাহিত্য,
কাগজ ও কলমে...??
#তারেক আল ইসলাম
বাংলাদেশ
১৭ নভেম্বর, ২০২২