রাশেদ মনির কবি
কুমারী মেয়ে,
গল্প,
লেখকঃ রাশেদ মনির কবি
দেশঃ কিশোরগঞ্জ বাংলাদেশ
কুমারী মেয়েটি একটি নদীর ধারে তার প্রেমিকের জন্য
অপেক্ষা করছিল, সেদিন প্রচুর
বৃষ্টি হচ্ছিল, কিছুতেই থামার
কোনো লক্ষ্মণ ছিলনা, মেয়েটি সুন্দরী
ও দেখতে সুশ্রী ছিলো, মা মেয়েটিকে
গোপনে গৃহের কোনো বন্ধী করে রাখতো কারণ সেই দেশে মেয়ে জন্ম দেওয়া পাপ মনে করতো, যখন বাবা প্রথমবার দেখতে পেলো তখন মেয়েটির চোখে
চোখ রাখলো, এবং তার স্ত্রীকে
জিজ্ঞেস করলো মেয়েটি কে; স্ত্রী কোনো
জবাব না দিয়ে স্বামীকে
বললো তুমি ভুল দেখেছো, অামাদের ঘরে কোনো মেয়ে নেই, তুমি তো জানো
ও তো আামাদের ছেলে ধীরাজ,হয়তো তুমি ধীরাজকে দেখে মেয়ে ভেবোছো, কারণ মা মেয়েটিকে বাবার অজান্তে ছেলের মতো বড়ো
করে এসেছে, জন্মের সময়
যে হসপিটালে মেয়েটি জন্মগ্রহণ করেছিল সেখানে ডাক্তারকে
বিষয়টি গোপন রাখতে বলেছেন, ডাক্তারগন সেই অনুযায়ী অাজো গোপন
রেখেছে, এখন মেয়েটি
অনেক বড়ো হয়ে গেছে, যা সকলের নজরে
এসে পড়বার মতো, তবুও মা বিষয়টি
গোপন রেখেছে, কারণ এখনো সেই
অঞ্চলে মেয়ে জন্ম দেওয়াকে অভিশাপ মনে করা হয়। যখন যুদ্ধের সময় ঘনীভূত হয়ে এলো,অন্য রাজ্য থেকে অনেক
সেন্য পাঠিয়ে এ এলাকাটি দখল করতে চাইলো, তখনি ধীরাজের অাসল চেহারা সবার সামনে বেরিয়ে এলো, কারণ সে
এলাকায় নারী পুরুষ সকলে যুদ্ধ করবার অনুমতি ছিলো, এমনকি ঘরের স্ত্রী কিংবা মেয়ে থাকলো যুদ্ধ করতে
হবে, সেই এলাকার
প্রধানের হুকুম, অার যে এ-ই
হুকুম অমান্য করবে তাকে
ফাঁসি কাষ্ঠে ঝুলতে হবে, এ ধরনের এলাকায় এটাই রাষ্ট্রীয় বিধান ছিলো, যা
হোক ধীরাজের এলাকায় যখন যুদ্ধে অন্য দেশের সৈন্যদের
নিকট পরাজিত হলো, তখন দখলকৃত
রীতি অনুযায়ী সবকিছু অন্য রাষ্ট্রের দখলে চলে যায়, সেটা অাত্নসমর্থন হোক কিংবা পরাজয়ের মধ্য দিয়ে
হোক,, যা হোক ধীরাজ
সে ছেলে কিংবা মেয়ে হোক অন্যের রাষ্ট্রের নিয়মে দখলকৃত অনন্য সম্পদের মতো ব্যবহার করা
হবে। তাই অাজকে ধীরাজ সে মেয়ে সেটা প্রকাশ পেয়ে গেলো, সেই এলাকার রাজকুমার মেয়েটিকে পছন্দ করলো এবং বিয়ে
করার বিনিময়ে ধীরাজের মা- বাবাকে ছেড়ে দিলো বিনিময়ে তাদের মেয়েকে বিয়ে দিবার জন্য করজোড়ে
মিনতি জানালো,এখন ধীরাজ নামে
যাকে ছেলে বলে মা বড়ো করে এসেছে এতোদিন, অাজ সেই মেয়েটি
বাবা এবং মায়ের দুর্দিনে অাশির্বাদ হয়ে ধরা দিলো,
এবারের মতো মেয়েটিরর কারণে বাবা ও মা স্বস্তির
নিঃশ্বাস ফেললো, মেয়েও যে দুর্দিনে
কাজে লাগতে পারে এতোদিনে বুঝলো। ( চলমান)