Tareq Al Islam
"এসো নতুন করে পৃথিবীটা সাজাই"
"""'''"""'''''''"""""""""""""""""""""""""""""""""""""""""""""
জাগতে চায় না ঘুমন্ত সিংহ,
বিবেকবোধে ধরেছে জং,
মনের জোর গুলো ক্ষীণতর হয়ে আসে হতাশায়,
অথচ মস্তিষ্কে রক্ত ক্ষরণ বহমান,
নীতিশূণ্য নৈতিকতায় চলিছে সময়,
অন্ধকারাচ্ছন্ন প্রজন্মের ভবিষ্যৎ,
হতাশার কালিতে কলম চালিয়ে বড্ড ক্লান্ত আমি,
উত্তরণের সকল পথই অবরুদ্ধ,
পিঁপিড়ার সারির মত দল বেঁধে মাঠে নেমেছে ইঁদুরের ঝাঁক,
এদিকে শিকারী বিড়ালের উৎপাতে ছেয়ে গেছে দেশ,
ইদুরসম প্রাণীর তালিকায় জনসাধারণ,
বিড়ালসম জননেতার অত্যাচারে চরম অতিষ্ট ভূখন্ড,
পাপাচারী দৌরাত্ম্য
হুমকির মুখে স্বাধীনতা স্বার্বভৌমত্ব,
হিতাহিত জ্ঞান শূণ্য বিড়াল
ওদের গলায় ঘন্টা বাঁধবে কে?
হাঁফিয়ে উঠেছি অত্যাচারে, অসম ক্ষমতা বন্টন,
ধর্ষণ লুণ্ঠন,
ওদের বাঘা ছালে আবৃত আপাদমস্তক,
সত্যের চোখ অন্ধ,
আইনের চোখে কাঠের চশমা লাগিয়ে দিয়েছে সময়,
কফিনের ভেতর পড়ে আছে তেজোদ্দীপ্ত কালো চোখের নিথর দেহ,
এখনো প্রতিবাদী তর্জনী জাগানো,
নদীর জলে ভাসছে উদীয়মান শিক্ষার্থীর লাশ
হাতে পায়ে আঘাতের চিহ্ন, বিকলাঙ্গ শরীর নিয়ে বেঁচে থাকা যুবক এখনও গণমুক্তির স্বপ্নে বিভোর,
প্রতিক্ষার প্রহর গুনে হয়রান বিনা অপরাধে কারাবন্দী সহস্র মানুষ,
ছোট্ট শিশুর প্রতিক্ষা রোজকার মতো
বাবা মিছিল থেকে কখন ফিরবে,
কখন দরজার খিড়কী খুলে মা বলবে
খোকা ফিরেছিস
সোনার ছেলে আমার,
জলভরা চোখে স্ত্রী দীর্ঘ প্রতিক্ষার প্রহর আজও গুনে,
গুম হওয়া যুবকের ভাগ্যে কি জুটেছে কে জানে?
নিঁখোজ মানুষ কি সহজে বাড়িতে ফিরে?
মানবিকতার চরম বিপর্যয় এখানে,
আমি রক্তপাতহীন একটা ভূখণ্ড চাই,
যুদ্ধ বিহীন একটা নিরাপদ পৃথিবী চাই,
আমি স্নেহ প্রীতির অটুট বন্ধনে গাঁথা প্রেমোময় একটা সোনালী সময় চাই,
এসো হিংসা বিদ্বেষ ভুলে নতুন করে পৃথিবী টা সাজাই....
#তারেক আল ইসলাম
বাংলাদেশ
১৪ নভেম্বর, ২০২২